Propat kobita Sankha Ghosh প্রপাত – শঙ্খ ঘোষ
বুকের প্রপাত ঝরে যায়
এতগুলি ডিঙা তুমি কোথায় পেয়েছ ভুলে যাই
বুকের প্রপাত ঝরে যায়
জল, এত জল, শুধু চারিদিকে জল খেলা করে
বুকের আকাশ সরে যায়
এমন প্রপাত ঝরে যায়
আর তুমি ডিঙা নিয়ে এই সব ডিঙা নিয়ে যাও
আমার চোখের দিকে চাও
বলে যাও কেন চলে যাও বলে যাও
বুকের প্রপাত ঝরে হায়
জল। এত জল, শুধু চারিদিকে বিপরীত জল
এতগুলি ডিঙা তুমি কোথায় পেয়েছ ভুলে যাই
বুকের প্রপাত ঝরে যায়
জল, এত জল, শুধু চারিদিকে জল খেলা করে
বুকের আকাশ সরে যায়
এমন প্রপাত ঝরে যায়
আর তুমি ডিঙা নিয়ে এই সব ডিঙা নিয়ে যাও
আমার চোখের দিকে চাও
বলে যাও কেন চলে যাও বলে যাও
বুকের প্রপাত ঝরে হায়
জল। এত জল, শুধু চারিদিকে বিপরীত জল
Subscribe
0 Comments
Oldest