Dhushor Panjabi kobita ধূসর পাঞ্জাবি – মন্দাক্রান্তা সেন
ধূসর পাঞ্জাবি মেঘলা পাঞ্জাবি তােমার পাঞ্জাবি
মেঘ নামায়
এখনই রােদ ছিল, লজ্জাবােধ ছিল, হঠাৎ ঝড় এল
আকাঙ্ক্ষায়
কৃষ্ণচূড়া গাছে বৃষ্টি নেমেছিল, উষ্ণজমি থেকে
তীব্র ভাপ
আমার বুকে এল, তােমার মুখে এল, গভীর সুখে এল
প্রবল কাঁপ
ধূসর পাঞ্জাবি মেঘলা পাঞ্জাবি তােমার পাঞ্জাবি
বােতামহীন
হঠাৎ কী যে হল আকাশ নীচে এল অথৈ ভিজে গেল
বর্ষাদিন।
Subscribe
0 Comments
Oldest