Megh Kore Elo poem by Srijato মেঘ করে এল (কবিতা) – শ্রীজাত
মেঘ করে এল দেশের মতাে
মনখারাপেরও খরচ কত
বৃষ্টিধারা
বাতাসে কীসের মিশেল দিলে
কিছুটা দুপুর স্লিপিং পিল-এ
তন্দ্রাহারা
দেশ মানে নি সা রে ম প নি সা
অথচ বিদেশ দিয়েছে ভিসা
দু’তিন মাসের
মনখারাপেরও হিসেব কত
লুকিয়েছি মুখ মেঘের মতাে
উপন্যাসে
হােটেলের ঠিক সামনে নদী
ছায়া পড়ে আছে সমস্তদিন
সহজ জলে
চোখে নেমে আসে মাথার পােকা
কোথাও খুলেছে চায়ের দোকান
মফস্বলে….
মেঘ করে এল এখানে কেমন
এমন দুপুরে স্বয়ং শ্যামও
ঘুমের দিকে
ছাইরঙা সুরে মেঘলা দোহা
একা দূরে বসে বরষা পােহাই
জনান্তিকে
সুন্দর লাগলো