Na Kobita By Kobita Singha না – কবিতা সিংহ
না, আমি হব না মােম
আমকে জ্বালিয়ে ঘরে তুমি লিখবে না।
হবাে না শিমূল শস্য সােনালী নরম
বালিশের কবােষ্ণ গরম।
কবিতা লেখার পরে বুকে শুয়ে ঘুমােতে দেব না।
আমার কবন্ধ দেহ ভােগ করে তুমি তৃপ্ত মুখ;
জানলে না কাটামুণ্ডে ঘােরে এক বাসন্তী-অসুখ
লােনা জল ঝাপসা করে চুপিসাড়ে চোখের ঝিনুক।
অন্ধকার আছে বলে, হতে পারি চমৎকার দুই প্রতিমার মত এই নীল মুখ তুমি দেখবে না
তােমার বাঁপাশে তাই নিশ্চিন্ত পুতুল হেন শুই
যন্ত্রণা আমাকে কাটে, যেমন পুঁথিকে কাটে উই।
Subscribe
0 Comments
Oldest