Nimontron kobita Mandacranta Sen নিমন্ত্রণ – মন্দাক্রান্তা সেন
আমার ছোবল আছে
এবং ফণাও
সবসুদ্ধ, হ্যাঁ, আমাকে নাও
চুষে খাও বিষ
আমি এক একাকী খরিশ
তুমিও তো একা, তাই বলে
ছোঁব না কি, ছোবলে ছোবলে!
আমার এ দীর্ঘ শরীরও
তোমারই অপেক্ষা করে…
ফিরো বন্ধু, মরণ থেকেও আজ ফিরো…
এবং ফণাও
সবসুদ্ধ, হ্যাঁ, আমাকে নাও
চুষে খাও বিষ
আমি এক একাকী খরিশ
তুমিও তো একা, তাই বলে
ছোঁব না কি, ছোবলে ছোবলে!
আমার এ দীর্ঘ শরীরও
তোমারই অপেক্ষা করে…
ফিরো বন্ধু, মরণ থেকেও আজ ফিরো…
Subscribe
0 Comments
Oldest