Fera kobita Mandacranta Sen ফেরা – মন্দাক্রান্তা সেন
একজন কাজে যায়
কাজ থেকে ফিরে
আসে ফের অলিখিত কবিতার তীরে
আগে যা-যা লিখেছিল
ভুলে যায় সব
মনে করে রাখা অসম্ভব
অথচ ওগরানোও যায় না,
গিলে ফেলতে হয় ধীরে ধীরে
সাপের জিভের মতো
সত্তাখানি গেছে তার চিরে
Subscribe
0 Comments
Oldest