Swagoto Kobita Nabaneeta Dev Sen স্বগত – নবনীতা দেবসেন
সেতুগুলো ভেঙে যাচ্ছে ?
নাকি ভেঙে ফেলেছি নিজেই ?
চোখের মণিতে কিছু সংক্রামক অসুখ করেছে ?
সাক্ষাতে কাছের লােকও অকস্মাৎ
দূর হয়ে যায়। বড়ো অস্পষ্ট দেখায়।
আমি কি বিদেশে আছি ?
অথবা কি আমিই বিদেশ ?
তােমরা কি সেতু ভেঙে
নৌকো পুড়িয়ে দিয়ে আদিগন্ত দেশে ফিরে গেলে?
নাকি দূর প্রবাসে বেরুলে?
চোখের মণিতে কিছু অসুখ করেছে-
নাকি বুকেরই গহনে সেই রােগ ?
পৃথিবীর কী-যেন হয়েছে-
প্রতিদিন ঘুচে যায় অভ্যস্ত প্রভেদ
বাসা, ও প্রবাসে ।
অবিরল, বাঁচা, না-বাঁচায় !
Subscribe
0 Comments
Oldest