Amio poem by Arabinda Guha আমিও (কবিতা) – অরবিন্দ গুহ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Amio kobita by Arabinda Guha - আমিও - অরবিন্দ গুহ

 

কাজল লুকিয়ে আছে অভিভূত কাজললতায়
মৌন আছে একটি লাউখােলের একতারা;
চোখের পাতার চাপে দু-চোখের কোণ থেকে নামে
দুটি জলধারা।

কটালের জলােচ্ছাস দূর থেকে শুনতে পাই, দেখি
অদূরে অস্তায়মান চাঁদ;
সব লােভনীয় খাদ্য হয়ে আছে বিষাক্ত বিস্বাদ;
কালপুরুষের তারা হেলে আছে পশ্চিম আকাশে;
উজানি বাতাস কিছু নিয়ে যায়, কিছু নিয়ে আসে।

আকাশে খানিকক্ষণ ডাকাডাকি ঘােরঘুরি করে
কয়েকটি বাবুই পাখি
উড়ে এসে বসে আছে যে যার বাসায় –
তালগাছের পাতায়-পাতায়
ঝুলন্ত বাসায়।

অনেক হলুদ ফুল স্বস্থানে ফুটিয়ে ঝিঙেডগা
লতিয়ে যেখানে যায় সেখানে ফেরার রাস্তা নেই।

মেটে দেয়ালের কুলুঙ্গিতে
পিলসুজে আশ্রিত আছে অন্ধকারে নির্জীব প্রদীপ;
দীনদশা দেখে কবে কাকে যেন বলেছি আমিও –
সলতেটা বাড়িয়ে দিয়াে, তেল ঢেলে দিয়ো একটুখানি।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।