Nirar rokte lukochuri kobita নীরার রক্তে লুকোচুরি – ঈশিতা ভাদুড়ী
তুমি তো এখনও সাতাশ বছর,
তাই রক্তে ভাঙো আবেগ,
সমুদ্রে কত্থক…
অদ্ভুত চন্দনগন্ধ এখনো তোমার হৃৎপিণ্ডে ।
তুমি তো চল্লিশোর্ধ্বেও সাতাশ বছরের
ছোকরা যুবক,
যেকোনো নারীর রহস্যে এখনও তোমার
চিবুক তুমি রাখতে পারো,
একটি চুম্বনে নীরার রক্তে লুকোচুরি
এখনও তোমায় সাজে।
তাই রক্তে ভাঙো আবেগ,
সমুদ্রে কত্থক…
অদ্ভুত চন্দনগন্ধ এখনো তোমার হৃৎপিণ্ডে ।
তুমি তো চল্লিশোর্ধ্বেও সাতাশ বছরের
ছোকরা যুবক,
যেকোনো নারীর রহস্যে এখনও তোমার
চিবুক তুমি রাখতে পারো,
একটি চুম্বনে নীরার রক্তে লুকোচুরি
এখনও তোমায় সাজে।
Subscribe
0 Comments
Oldest