Git kobita Ishita Bhaduri গিঁট – ঈশিতা ভাদুড়ী
একটি গিঁট খুলে গেলে যে বাকি সব গ্রন্থিগুলিই
আলগা হয়ে যায়, একথা কাকে বলবো?
একটি পিলার ভেঙে পড়লে পুরো বাড়িটিই
ধসে পড়ে যখন, কীই বা বলার থাকে?
একটি অনুপস্থিতিতে অন্য সব সম্পর্কই যে
মৃত হয়ে যায়, একথা কাকে বলবো?
তুই যাওয়ার পরই এইসব স্পষ্ট হল একে একে।
Subscribe
0 Comments
Oldest