Punnam Poem Nabaneeta Dev Sen পুন্নাম – নবনীতা দেবসেন
সছিদ্র গেঞ্জির মতাে অবিকল স্বচ্ছন্দে, হৃদয়
খুলে ফেলে দিয়ে গেলে ভালােবাসা, শপথ, মমতা-
পরে’ নিলাে শনিবারে চেতলার হাট থেকে কেনা
নতুন গামছার মতাে রঙ্ দার উচ্ছল প্রণয়।
ভালােবাসা, ছিলি রাতের ঊর্মিমালা
ফস্ফরাসের উজ্জ্বল উষ্ণীষ –
ভালােবাসা, হলি দহন দুঃখজ্বালা
সহমরণের তীব্র শঙ্খবিষ!
এসো, ভালােবাসা, লােহা ছোঁও, এ-আগুনে
শ্মশান-অশুচি শরীরকে করাে শুদ্ধ
এসাে, ভালােবাসা, হরিনাম শুনে শুনে
ধমনিতে আর বিষ নেই অবরুদ্ধ।
এসো, ভালােবাসা, স্বপ্ন দেখার ক্লান্তি
এইবারে শেষ। এসে গেছে বিশ্রাম
অচিরেই পাবে সুষম শূন্যে শান্তি –
এসো, ভালােবাসা, এইখানে পুন্নাম।।
Subscribe
0 Comments
Oldest