Genaretion Gap kobita জেনারেশন গ্যাপ – ঈশিতা ভাদুড়ী
আমরা যেমন ভাব বিনিময় করেছি অনেক
রুলটানা কাগজ আর কাঠপেন্সিলে
আজকে কিশোর আজকে তরুণ ভাবে না সেসব।
আমরা লিখেছি বসন্তে ফোটা প্রথম ফুল
আর, জ্যোৎস্না-রঙ স্নিগ্ধ আকাশ
আমরা লিখেছি বৃষ্টিপাতে মধ্যদুপুর
আমরা লিখেছি কাঠপেন্সিলে একে অন্যকে
নদীর ঢেউ আর মেঘলা রাতের কথা
রুলটানা কাগজ আর কাঠপেন্সিলে
আমরা করেছি নির্মাণ কত,
আজকে তরুণ আজকে কিশোর
এসএমএসে জো্কস বিনিময় করে
Subscribe
0 Comments
Oldest