Bongo songit kobita Megh Basu বঙ্গসঙ্গীত – মেঘ বসু
আমি তো এসেছি শালুক কুড়োব বলে
বর্ষার ভেতরে নেমে, নদীর জীবন
মাছের গীতিকা হব
পরিণামে তুমি বিষাদ দিয়েছ
সামান্য কলম পারে, এত নিরাময় দিতে!
বর্ষার ভেতরে নেমে, নদীর জীবন
মাছের গীতিকা হব
পরিণামে তুমি বিষাদ দিয়েছ
সামান্য কলম পারে, এত নিরাময় দিতে!
Subscribe
0 Comments
Oldest