Ei bristi poem (Bristir kobita) এই বৃষ্টি (কবিতা) – অমিয় চক্রবর্তী
চিন্তার সমস্ত রং ধুয়ে গেছে শাদা হয়ে
মনের প্রহরী ভিজছে ছাতি হাতে নিঃঝুম প্রহরে,
ঝুপঝুপ বৃষ্টির গলিতে
বাসনার আলােগুলাে ঝিমিয়ে ঝাপসা জ্বলে পাশে।
হে বিরতি
ঘন রাত্রে কোনখানে একা স্তব্ধ চেয়ে আছ :
মেঘে-মেঘে ভয়ংকর আসন্নতা,
বােবা বুক চিরে ঝলে বর্ষার বিজলি শঙ্কাহারা,
শুধু মেনে নেওয়া বেলা, প্রবাসে যেমন ।।
বসন্তের মাঝামাঝি এই বর্ষাকাল,
প্রস্তুত ছিলো না, তবু এলো যেই, ব্যস্ত মন
রাজি হলো ঘােরাফেরা চেনার কল্পনা ফুল ভুলে,
গিয়ে ঘরে-ফেরা সুদূর কাহিনী,
শুধু ভিজতে, খানিকক্ষণ ধারাবাহী মগ্ন অবকাশে।
মাটির প্রতীক্ষা আর ঘাসের শ্যামতা সঞ্চারিত
নির্মন নতুন পাওয়া
অস্ফুট স্বদেশী ছাপ রেলিঙের ধারে।।
Subscribe
0 Comments
Oldest