Pronoy tarito kobita Megh Basu : প্রণয়তাড়িত – মেঘ বসু
ভালোবাসা জানি শুধু ভেসে যাওয়া
সুতো দিয়ে গেঁথেছি প্রণয়
এই দেখা জলের স্বভাব কোনও
শুধু ভিজে যাওয়া গোধূলির মতো
আর কেউ নয়…
তুমি বললেই শব্দহীন ফিরে যেতে পারি!
সুতো দিয়ে গেঁথেছি প্রণয়
এই দেখা জলের স্বভাব কোনও
শুধু ভিজে যাওয়া গোধূলির মতো
আর কেউ নয়…
তুমি বললেই শব্দহীন ফিরে যেতে পারি!
Subscribe
0 Comments
Oldest