Somorpon kobita Megh Basu : সমর্পণ – মেঘ বসু
সমর্পণেও বুঝেছি
আমার জন্য উৎসব নেই তোমার মনে।
এতটুকু ব্যথা নেই।
দিঘল মায়া নেই।
সমর্পণ তো আগুন মহোৎসব,
নির্জলা উপোসের দিন।
আকাশ বুঝেছে তেষ্টার জল
মেঘেরা বুঝেছে চাতক অভিসারী স্নান।
শুধু তুমি বোঝো নি –
সমর্পণ আসলে
অতল অবগাহনের নাম।
আমার জন্য উৎসব নেই তোমার মনে।
এতটুকু ব্যথা নেই।
দিঘল মায়া নেই।
সমর্পণ তো আগুন মহোৎসব,
নির্জলা উপোসের দিন।
আকাশ বুঝেছে তেষ্টার জল
মেঘেরা বুঝেছে চাতক অভিসারী স্নান।
শুধু তুমি বোঝো নি –
সমর্পণ আসলে
অতল অবগাহনের নাম।
Subscribe
0 Comments
Oldest