Abantikar prem kobita lyrics : অবন্তিকার প্রেম – মলয় রায়চৌধুরী
মাঝরাতে অবন্তিকার শরীর জুড়ে কতো যে হাত গজিয়ে ওঠে
আকাশের অগাধ দূরত্ব টেনে এনে আমাদের মুড়ে ফ্যালে
মরুভূমির নরম বালির ঝড়ে আমাদের উড়িয়ে নিয়ে চলে
ওর সারা শরীরে লিপ্সটিক মাখা নানা রঙের অজস্র ঠোঁটের
আঠায় আমার সঙ্গে রাঙঝাল দিয়ে নিজের বুকে জুড়ে নেয়
দেহের আনাচে কানাচে গোলাপি ফাটলের স্বাসালো সঙ্গীত
কেঁপে কেঁপে ওঠে আর আমি কোনো কুলকিনারা পাই না
অবন্তিকা বলেছে, “লিখে নাও, কুলকিনারাহীনতাই প্রেম” ।
আকাশের অগাধ দূরত্ব টেনে এনে আমাদের মুড়ে ফ্যালে
মরুভূমির নরম বালির ঝড়ে আমাদের উড়িয়ে নিয়ে চলে
ওর সারা শরীরে লিপ্সটিক মাখা নানা রঙের অজস্র ঠোঁটের
আঠায় আমার সঙ্গে রাঙঝাল দিয়ে নিজের বুকে জুড়ে নেয়
দেহের আনাচে কানাচে গোলাপি ফাটলের স্বাসালো সঙ্গীত
কেঁপে কেঁপে ওঠে আর আমি কোনো কুলকিনারা পাই না
অবন্তিকা বলেছে, “লিখে নাও, কুলকিনারাহীনতাই প্রেম” ।
Subscribe
0 Comments
Oldest