দুঃখ বড় লােহার কুড়াল – কবিতা সিংহ Dukho boro lohar kural

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Dukho boro lohar kural kobita দুঃখ বড় লােহার কুড়াল - কবিতা সিংহ
ভাঙো ইন্দ্রছলা

ভাঙো মারীচী পরকলা     দুঃখ

দুঃখ বড় লােহার কুড়াল

ছেঁড়ে অ-নৃত মেখলা

 

ওই কৃচ্ছ কাঠখানি দ্যাখাে ধরে

মুখে যার কুড়ালের তীব্র লৌহফাল

 স-মরিচা আদিম আকর

ভাঙো পাপবিদ্ধ যৌনস্নায়ুঝড়।

 

হা নারী তােমার এই জীবনবিদার অশৌচ

হা নারী তােমার কোনও তৃপ্তি নেই, জলের বিস্তারে

ফেলো শ্রুত-কীর্তি ইন্দ্ৰমণিহার!

 

যাও, নগ্ন পায়ে চলে যাও      চর্চাহীন দিকভ্রান্ত কেশে

জগৎ-জীবন-মায়া থেকে দূরে চলে গেছে

যে উদাসী করুণ উড়াল

 

সেই পথে চলে যাও,     দুঃখ বড় লােহার কুড়াল

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।