পরের আসরে (কবিতা) – তিলােত্তমা মজুমদার Porer ashore poem
ও কথাই রইল তাহলে? আমি আছি ফুলে ফলে
তুমি থেকো বৃক্ষের শাখায়, থেকো পাহাড়ে জঙ্গলে
আমার জন্মের আগে তুমি থেকো তুমি জন্ম নিয়াে
রেখাে বাসা বানাবার খড়কুটো দুটি; কিছু জোনাকিও
আমাকে রচনা করাে জলেস্থলে আকাশে মন্দির
ঘন্টাধ্বনি জন্ম জন্ম পার করে চলে গেছে, অন্য পৃথিবীর
এ প্রান্ত ও প্রান্ত জুড়ে–তুমি আছ, তুমি বন্ধি প্রচ্ছন্ন লকেটে
ধীবর শুকোতে দিল হাড় মাস খণ্ডে খণ্ডে কেটে
চলাে, চলাে, ঈশ্বরের দুই পায়ে হত্যে দিয়ে পড়ি
পরের আসরে শেষ দৃশ্যে যেন দু জনেই একসঙ্গে মরি
Subscribe
0 Comments
Oldest