Prem tumi poem by Kobita Singha প্রেম তুমি – কবিতা সিংহ
প্রেম, তুমি তাঁহাকে চেননি,
সে বিম্ব যে তােমারি
তুমি
ফিরে তাকালে না।
তুমি শুধু দন্তে ওষ্ঠ চ’লে গেলে মূঢ় অবিশ্বাসী
তুমি শুধু চোখে হাত চাপা দিয়ে অন্ধ হলে
মুখ দেখালে না।
প্রেম, তুমি কাকে যে কলঙ্ক দাও?
দর্পণবিহীন তুমি জানাে না কাহার ছায়া সম্মুখে দাঁড়ানাে?
ও কি সত্য? ও কি ধ্রুব? কেন তুমি অঙ্গুলিলেহনে তাকে
ছুঁয়ে দেখলে না?
তবু সে অদ্ভুত জানে তুমি তার মুখে অগ্নি দেবে
তবুসে নিশ্চিত জানে শেষ অগ্নি বড় সত্যবাদী
তােমার অগ্নির জন্য বসে থাকা তাহার নিয়তি৷৷
Subscribe
0 Comments
Oldest