Tumi punoray chole gecho kobita : তুমি পুনরায় চলে গেছো – বিনয় মজুমদার
বেশ কিছুকাল হলাে চলে গেছো, প্লাবনের মতাে
একবার এসে ফের ; চতুর্দিকে সরস পাতার
মাঝে থাকা শিরীষের বিশুষ্ক ফলের মতাে
আমি
জীবনযাপন করি ; কদাচিৎ কখনাে পুরােনাে
দেয়ালে তাকালে বহু বিশৃঙ্খল রেখা থেকে কোনো
মানুষীর আকৃতির মতাে তুমি দেখা দিয়েছিলে।
পালিত পায়রাদের হাঁটা, ওড়া, কূজনের মতাে
তােমাকে বেসেছি ভালাে; তুমি পুনরায় চলে গেছাে।
Subscribe
0 Comments
Oldest