Tobu kono drishya nei kobita : তবু কোনো দৃশ্য নেই – বিনয় মজুমদার
নেই, কোনাে দৃশ্য নেই, আকারে সুদূরতা ছাড়া।
সূর্যপরিক্রমারত জ্যোতিষ্কগুলির মধ্যে শুধু
ধূমকেতু প্রকৃতই অগ্নিময়ী; তােমার প্রতিভা
স্বাভাবিকতায় নীল, নর্তকীর অঙ্গসঞ্চালন
ক্লান্তিকর নয় বলে নৃত্য হয় যেমন তেমনি।
সুমহান আকর্ষণে যেভাবে বৃষ্টির জল জমে
বিন্দু হয়, সেইভাবে আমিও একাগ্র হয়ে আছি।
তবু কোনাে দৃশ্য নেই আকাশের সুদূরতা ছাড়া।
Subscribe
0 Comments
Oldest