Srabon megher adhek duar kobita : শ্রাবণ মেঘের আধেক দুয়ার – জয় গোস্বামী
যে মেঘ তোমার কাছে সূর্যাস্ত চেয়েছে
সত্যি তুমি জানো তার মন?
এক বিকেলে দুঃখ আসে, এক বিকেলে আলো
বৃষ্টি এসে ঢাকে কেয়াবন।
ও কেয়া, সন্ধের আগে তুমি বুঝি ভিজেছ বৃষ্টিতে?
আমাকে ডাকোনি কেন, আকাশে তখন?
খেয়া সন্ধে পার হয়। বিকেলের খেয়া
সে-খেয়ায় তুমি বুঝি একা একা ভেসে গ্যাছ, বোন
তোমার কী মেঘ দেখে মনেও পড়ল না
আজ ছিল বাইশে শ্রাবণ?
Subscribe
0 Comments
Oldest