Valobasa ek nirjonota kobita : ভালোবাসা এক নির্জনতা – রাজলক্ষ্মী দেবী
ভালোবাসা এক নির্জনতা,- তা বুঝি জানো না!
বিস্তীর্ণ আকাশে শুধু একটি তারা-র প্রস্তাবনা।
এ রজ্জু টানানো আছে একপার থেকে অন্যপারে,
অপ্রেম আঁধার হতে প্রেমের গরিষ্ঠ অন্ধকারে।
অট্টালিকা যদি দুর্বিষহ, তবে অরণ্যে দুর্যোগ।
সপ্তকাণ্ড বিচ্ছেদের শেষে চিরবিরহের শ্লোক।
অস্তিত্বের এলাকাটি বিভোর, ঘুমন্ত পড়ে থাক্,
ভালোবাসা নিদ্রাহীন চৌকিদার দিয়ে যাবে হাঁক।
বঁধুয়ার আঙিনায় পাখা ঝাড়ে ঝড়ে-ভেজা কাক,
বিস্তীর্ণ আকাশে শুধু একটি তারা-র প্রস্তাবনা।
এ রজ্জু টানানো আছে একপার থেকে অন্যপারে,
অপ্রেম আঁধার হতে প্রেমের গরিষ্ঠ অন্ধকারে।
অট্টালিকা যদি দুর্বিষহ, তবে অরণ্যে দুর্যোগ।
সপ্তকাণ্ড বিচ্ছেদের শেষে চিরবিরহের শ্লোক।
অস্তিত্বের এলাকাটি বিভোর, ঘুমন্ত পড়ে থাক্,
ভালোবাসা নিদ্রাহীন চৌকিদার দিয়ে যাবে হাঁক।
বঁধুয়ার আঙিনায় পাখা ঝাড়ে ঝড়ে-ভেজা কাক,
সে-ই লাক্ষণিক ভালোবাসা। তবে এ-ই শেষ কথা,
ভালোবাসা এক মানবতা মাত্র – এক দরিদ্রতা।
একাকিত্ব থেকে অন্য একাকিত্বে উত্তরণ প্রথা।
Subscribe
0 Comments
Oldest