Easy Chair kobita Rajlaxmi Devi : ইজিচেয়ার – রাজলক্ষী দেবী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
দেখেছিলাম তােমার বারান্দায় বিছানাে আছে ইজিচেয়ার।
 তােমার বারান্দায় একশাে পাওয়ার আলাে, –
 বাইরের রাস্তায় অন্ধকার ।।
 হেঁটেছিলাম অন্ধকারের রাস্তা দিয়ে, ইচ্ছাকে শাসন করে ।
 তােমার বারান্দায় বুজ ইজিচেয়ার। উজ্জল আলাে।
 আর, শাদা একটা ঢাকনা ছিলাে ইজিচেয়ারের মাথায়।
 সেইদিন থেকে আমার আর কোন বাসা নেই ।
 আমি হয়ে গেছি এক জাহাজ, যার নেই কোন বন্দর।
 আমি ঝড়ের সমুদ্রে বাক খেয়ে বেড়াই সেই দিন থেকেই।
 শাদা-ঢাকনা-দেওয়া ইজিচেয়ারটা দেখার পর –
 তােমার উজ্জ্বল আলাে-জ্বালানাে বারান্দা দেখার পর –
 তােমার বাসা ছাড়া কোথাও আমার বাসা নেই।
 আমার আর আশা নেই ॥

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।