রাত্তিরে এভাবে তোমাকে নিবিড় কাছে পেতে – চিলিয়ান কবি পাবলো নেরুদা
রাত্তিরে এভাবে তোমাকে নিবিড় কাছে পেতে ভালোবাসি, প্রেম,
ঘুমে যখন অদৃশ্য তুমি, নিশাচর প্রাণীর মত,
আমি তখন দিনভর বিভ্রান্তির জটিল বুনন থেকে
নিজেকে ধীরে ধীরে ছাড়িয়ে আনি।
ঘুমে যখন অদৃশ্য তুমি, নিশাচর প্রাণীর মত,
আমি তখন দিনভর বিভ্রান্তির জটিল বুনন থেকে
নিজেকে ধীরে ধীরে ছাড়িয়ে আনি।
তোমার আনমনা, আলগা হৃদয় হয়ত তখন
স্বপ্নীল মেঘে ভেসে গেছে, কিন্তু তোমার পরিত্যক্ত শরীর শ্বাস নেয়;
না দেখেই, খোঁজে আমাকে, একটি বৃক্ষের লতানো আকুল ডাল
ছায়ার ভেতর যেভাবে প্রসারিত হয়।
কাল ভোরের ঋজুতায়, তুমি হয়ত অন্য মানুষ,
তবু থেকে যায় রাতের সীমান্তিক রেশ,
আমাদের নিবিড় মুহূর্তগুলির – সত্তার আর শূন্যতার,
আমাদের যা কাছাকাছি আনে, জীবনের অঢেল আলোয়,
যেভাবে আঁধারের সিলমোহর নিশাচর প্রাণীর শরীরে
এঁকে দেয় আগুনের অভিন্ন উল্কি।
Subscribe
0 Comments
Oldest