Tomar bosonto kobita Krishna Dhar : তোমার বসন্ত – কৃষ্ণ ধর
বসন্তে ফোটাই ফুল, কথা দিচ্ছি এই ফুল
তুলে তোমাকে একগুচ্ছ দেবো চুলে।
দিয়ো। কিন্তু বিহ্বলতা এনো না কখনো চোখে
তার চেয়ে স্বপ্ন দেখো, কে জাগাল চৈত্রদিনে
কে জাগাল আকস্মিকতায়?
আমি কি বসন্ত হ’বো তোমার বসন্ত
স্পর্ধা নিয়ে দোলাবো কি তোমার যৌবন
নতুন বৃষ্টির মতো ধানচারা তোমার শরীর
আমাকে জড়াতে চায়, আমি কিন্তু
বিপন্নের মত তখন লুকোবো মুখ
দুঃখিত হয়োনা অরুন্ধতী।
তোমার বক্ষের স্বর্গ করতলে দিয়েছে
উত্তাপ, চাই না চাই না আমি, ওই দুটি
বিস্মিত আপেল কোনো চিত্রশিল্পীকে দিয়ে।
অনাবৃত উপহার সে আঁকবে আশ্চর্য তুলিতে
আমি হ’বো বিমুগ্ধ দর্শক।
Subscribe
0 Comments
Oldest