Sotabdir sesh chulli kobita : শতাব্দীর শেষ চুল্লী – কেদার ভাদুড়ী
গার্গী, তুমি গ্রা-প্র-তে ফাস্ট হয়েছে স্কুটার চালিয়ে।
শুটিং -য়েও কি ক্লে পিজ্ন মেরেছাে পঞ্চাশে পঞ্চাশ?
এইবার তীর ধনুকের খেলা, বােউ অ্যান্ড অ্যারাে,
আমার মাথায় এক লাল টুকটুক আপেল বসিয়ে
চোখ বন্ধ কর, ঈশ্বরে বিশ্বাস নাও, প্রণমাদের প্রণাম করে
শুটিট স্ট্রেট সাবাস
বলার আগেই দেখ, আমি হাসছি, দেখ? দেখছ কি তােমার চোখেও জল?
এসে মুছিয়ে দি, এসে মুছিয়ে দি, মােছানাের মৃৎ-শিল্পে
শতাব্দীর শেষ চুল্লি, মূর্ত অবিচল।
শুটিং -য়েও কি ক্লে পিজ্ন মেরেছাে পঞ্চাশে পঞ্চাশ?
এইবার তীর ধনুকের খেলা, বােউ অ্যান্ড অ্যারাে,
আমার মাথায় এক লাল টুকটুক আপেল বসিয়ে
চোখ বন্ধ কর, ঈশ্বরে বিশ্বাস নাও, প্রণমাদের প্রণাম করে
শুটিট স্ট্রেট সাবাস
বলার আগেই দেখ, আমি হাসছি, দেখ? দেখছ কি তােমার চোখেও জল?
এসে মুছিয়ে দি, এসে মুছিয়ে দি, মােছানাের মৃৎ-শিল্পে
শতাব্দীর শেষ চুল্লি, মূর্ত অবিচল।
Subscribe
0 Comments
Oldest