Valobasi echara kono karon : ভালবাসি, এ ছাড়া কোনো কারণ – চিলিয়ান কবি পাবলো নেরুদা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
ভালবাসি, এ ছাড়া কোনো কারণ, গোপন উদ্দেশ্য
তো নেই তোমাকে ভালবাসার; আমার হৃদয়
ভালো বাসা থেকে না বাসায়, প্রতীক্ষা থেকে
নির্লিপ্ততায়, শীতলতা থেকে

আগুন-লাল আঁচে যাতায়াত করে।
ভালবাসার আধার তুমি বলেই তোমায় ভালবাসি;
আর কখনো, আমার অনুভবে অশেষ ঘৃণা লেগে থাকে,
মুহূর্তে বদলে যায় প্রেমের প্রতিমা, কারণ এ যে অন্ধ প্রেম।

যেভাবে গ্রীষ্মের দিন গ্রাস করে নেয় উন্মাতাল আলো,
হয়ত সেভাবেই, এক নিষ্ঠুর বিচ্ছুরণ চুরি করে নেবে
আমার তাবৎ হৃদয়ের গভীর, নিটোল সুস্থিরতা।

এ গল্পে তাই, শুধু আমিই মরে যাব
মরে যাব তোমার প্রেমে,
যে প্রেম আমার রক্ত আর মজ্জা দিয়ে চেনা।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।