Soroth poem lyrics by Rabindranath শরৎ (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Soroth kobita lyrics শরৎ - রবীন্দ্রনাথ ঠাকুর

 

এসেছে শরৎ, হিমের পরশ

লেগেছে হাওয়ার ‘পরে,-

সকাল বেলায় ঘাসের আগায়

শিশিরের রেখা ধরে।

আমলকী-বন কাঁপে — যেন তার

বুক করে দুরু দুরু –

পেয়েছে খবর পাতা-খসানোর

সময় হয়েছে শুরু।

শিউলির ডালে কুঁড়ি ভ’রে এল,

টগর ফুটিল মেলা,

মালতীলতায় খোঁজ নিয়ে যায়

মৌমাছি দুই বেলা।

গগনে গগনে বরষন-শেষে

মেঘেরা পেয়েছে ছাড়া –

বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে,

নাই কোনো কাজে তাড়া।

দিঘি-ভরা জল করে ঢল্ ঢল্,

নানা ফুল ধারে ধারে,

কচি ধানগাছে খেত ভ’রে আছে –

হাওয়া দোলা দেয় তারে।

যে দিকে তাকাই সোনার আলোয়

দেখি যে ছুটির ছবি –

পূজার ফুলের বনে ওঠে ওই

পূজার দিনের রবি।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।