Arjun Krishnachura Kotha অর্জুন কৃষ্ণচূড়া কথা – মন্দাক্রান্তা সেন
অর্জুনগাছ একা ছিল ওই মাঠে
আর্যপুরুষ—আভিজাত্যের দম্ভ
নতজানু হল সব গাছ তার কাছে
এইটুকু শুধু কাহিনির শুভারম্ভ ৷৷
কোথা থেকে এল কৃষ্ণচূড়ার বীজ
যুবতি হল সে কয়েকবছর পরে
সাঁওতালি মেয়ে, খোঁপায় তীব্র লাল
অর্জুন তাকে চাইল আপন করে ।।
নতজানু হবে এমন মেয়ে সে নয়,
বসন্তে সে তাে একাই নিজেই সাজে,
আর্যপুরুষে আসক্তি নেই তার
ব্যস্ত আছে সে ফুল ফোটানাের কাজে ।।
খোঁপা থেকে খসে গতরাত্রির ফুল
ঝিরঝিরে পাতা পােশাক বুনেছে তার
অর্জুন, সে যে আর্যপুরুষ! ভাবে—
সব সুন্দরে একা তার অধিকার ।।
অর্জুনগাছ চেয়ে দ্যাখে দূর থেকে।
কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রােজ,
রূপ দেখে তার ধাঁধায় দু-খানি চোখ
ভাবে, কবে পাবে ওই হৃদয়ের খোঁজ ।।
কাহিনি এবার শেষ করি তাড়াতাড়ি
কৃষ্ণচূড়ার জেদখানি বড়াে বেশি
অভিমান সেও বিকাবে না কারও কাছে
বরঞ্চ হবে বন্ধু, বা, প্রতিবেশী ।।
যদিও কাহিনি এমন সহজ নয়
অর্জুনে শুধু বাকল ঝরেছে, ঝরে
সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে—
আর্যপুরুষ হার মানে অন্তরে ৷৷
পরের জন্মে অর্জুনগাছ হয়ে
কৃষ্ণচূড়াকে বন্ধুর মতাে দেখাে
আমাকে চিনতে ভুল কোরাে না হে ঋজু,
রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো ।।