Bose achi kobita by Srijato বসে আছি – শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
বসে আছি পথ চেয়ে
যতদূর অটো ছেয়ে গেছে…
এ বিকেলে কোথা তুই
জড়িয়েছি গােটা দুই প্যাচে
বেখেয়ালে বেপাড়ায়
কথা আর কে বাড়ায় হেথা
চা পেয়েছি, চি নিহীন
তামাশাও কী মিহিন ক্রেতা
কেনাকাটা টু কিটাকি
মরা মাছ শুকি, ঢাকি শাকে
দিনাে যায় চ লিয়া
কিছু কথা বলি আজ তাকে
বিকেলে ফুটপাত
লােকে বড় উৎপাতপ্রিয়
বসে আছি পাত পেড়ে
দেখা হলে ভাত বেড়ে দিয়াে।
Subscribe
0 Comments
Oldest