Rate Jesob Sopno Ase রাতে যেসব স্বপ্ন আসে – শ্রীজাত র কবিতা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

শরীর, শুধু শরীর থেকে গড়ায়
তােমার দিকে আঠালাে সম্প্রীতি
সেটাই তফাত জ্যান্ত আর মড়ায়
হুক আর বােতাম খুলছে মেগাসিটি
ফ্লাইওভারে বাঁক খেয়েছে কোমর
হাঁটলে দোলে উত্তেজনার পারা
সেটাই তফাত হেটেরাে আর হােমাের
ভােল্যাপচুয়াস দিগন্তে নীল তারা
দেখতে-দেখতে গভীর হল ক্লিভেজ
আজ দু’হাতে দু’দিক চেপে ধরি
ঘাস সরিয়ে জড়িয়ে নিই জিভে
এই শহরের তুলতুলে ক্লিটোরিস
জায়গা মতাে ঢাকনা খােলা পেলে
উওম্যান-হােলে ঢুকিয়ে দেব মাথা
একবিছানা ছটফটানাে ছেলে…
আমার সঙ্গে শােবে না, কলকাতা?

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।