Bangla kobitar jonyo : বাংলা কবিতার জন্য – প্রভাত চৌধুরী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে

তার কোন মিল নেই, ‘চোখর জল’তবু কেন যে

লেখা হলেই উঠে আসে ‘কুম্ভিরাশ্রু’ তার সমাধান গুগুলও জানে না

আমি নিজেও কোনদিন বাংলা কবিতার জন্য অশ্রু বিসর্জন করিনি

শরীরের জল বা ঘাম ঝরিয়েছি কয়েক গ্যালন

তার জন্য বাংলা কবিতার কত মিলিমিটার আপডেট হয়েছে

তা জানার জন্য আরো কয়েক দশক অপেক্ষা করতে হবে

যাঁরা অপেক্ষা করতে রাজি হবেন না, তাঁরা পথপ্রদর্শকের

নির্দেশের জন্য সজাগ থাকুন

ডোর বেলটি ঠিকঠাক কাজ করছে কিনা সে সম্পর্কে অবহিত থাকুন

কাকে কান নিয়ে গেল শুনলে

কাকের পেছনে না ছুটে নিজের কানের পাশে হাত নিয়ে যান

এই লেখাটিতে প্রথমে কুমির, পরে কাক

একটি সরীসৃপ এবং একটি পাখি এসে গেল

পরের কবিতায় জলচর, লালতিমি আসার কি কোন সম্ভাবনা

দেখা যাচ্ছে

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।