Jokhon bristi namlo kobita যখন বৃষ্টি নামলাে – শক্তি চট্টোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Jokhon bristi namlo kobita - যখন বৃষ্টি নামলাে - শক্তি চট্টোপাধ্যায়

 

বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলােমলাে

কূল ছেড়ে আজ অকূলে যাই এমনও সম্বল

নেই নিকটে— হয়তাে ছিলাে বৃষ্টি আসার আগে

চলচ্ছক্তিহীন হয়েছি; তাই কি মনে জাগে

পড়ােবাড়ির স্মৃতি? আমার স্বপ্নে-মেশা দিনও?

চলচ্ছক্তিহীন হয়েছি; চলচ্ছক্তিহীন।

 

বৃষ্টি নামলাে যখন আমি উঠান পানে একা

দৌড়ে গিয়ে, ভেবেছিলাম তােমার পাবাে দেখা

হয়তাে মেঘে-বৃষ্টিতে বা শিউলিগাছের তলে

আজানুকেশ ভিজিয়ে নিচ্ছাে আকাশ-ছেচা জলে

কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে

ভারি ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে!

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।