Merun ronger ekka kobita মেরুণ রঙের এক্কা – অমিতাভ দাশগুপ্ত
চড়ব এখন মেরুণ রঙের এক্কা।
সে-গাড়ি টানবে ছােট্ট একটি টাট্টু,
তার রােগা পিঠে জুড়ে দেব একজোড়া
পােক্ত বাদামি ডানা—
শূন্যে ভাসব দোক্কায়।
আগেভাগে চলে গিয়েছে টেলিগ্রাম
সােনামুগ-রঙা মেঘে।
ভাতের গন্ধে ঠাসা আকাশের
গােখালাইন ডিঙিয়ে
কাপা ছায়া ফেলে তির পুণ্যির মাঠে
মেরুণ রঙের এক্কায়
সব উজিয়ে যেতেই হবে—
চলেছি জোড়ায়
ঝাপ দিতে ভরা নীলিমায় মােচ্ছবে।
চক্রী পাহাড়, গুঢ় অভিলাষে ঠাসা অরণ্য পেরিয়ে
দ্যাখাে, কী সাবাস ছুটছে আমার টাট্টু!
আহা, কতকাল তাকে ডাটো করে তুলেছি গােপন স্বপ্নে
তার রােগাপিঠে বুনেছি ডানার ইচ্ছে।
কে নুলাে বাড়াও—অভাব তাে সব খায় না,
অসম্ভবের বায়নায়
সাজানাে তাসের শয়তানি ছিড়ে
লাফ দিয়ে ওঠে টেক্কা,
তুখোড় কদমে কদমে
তারামণ্ডল মাড়িয়ে ছুটেছি মেরুণ রঙের এক্কায়।