E kemon bosonto megh kobita : এ কেমন বসন্ত-মেঘ – উর্দু কবি জামসেদ মসরুর
এ কেমন বসন্ত-মেঘ তাদের শহরের আকাশে এল ?
শহরে আমি তাে শুধু ধুলােমেঘই দেখতে পাচ্ছি।
চোর ও প্রহরী কুকুরের মধ্যে কি কোনাে চুক্তি হয়েছি
তাদের শহরে ঘুম দ্রুত চাদর বিছিয়ে দেয়।
জল্লাদের অতি উচ্চ স্থানটির দিকে সে চোখ তুলে চাইতে ভয় পায়
এ শহরে সর্বদা বিজয়ীরাই লজ্জা পেয়ে থাকে।
বিশ্বের রাজাদের মাঝখানে দাঁড়িয়ে
আমি শুধু আমার দীনহীন জাতির কথা ভাবি।
এ শহরের অধিবাসীরা নিজেরাই তাদের নগরপ্রাচীর ভেঙেছে
যে কোনাে সময়ে বহিঃশত্রু আক্রমণ করতে পারে।
রাজা শুনেছেন যুদ্ধের ভেরিরব।
তাদের শহরের মানুষগুলােকে দেখ,
তারা নিরস্ত্র এবং গায়ে জামা নেই।
জামশেদ এক রণমন্ত্র গাইতে শুরু করে
তুমি কি জানাে সে কে?
মৃতের শহরে সে একাকী এক দুরন্ত ঘােড়সওয়ার।