নিজেকে গুটিয়ে নিই – উর্দু কবি জামসেদ মসরুর
নিজেকে গুটিয়ে নিই পাছে আহত না হয় কেউ
অসুখ এড়িয়ে চলি যাতে তা অপরের প্রাণঘাতী না হয়ে ওঠে।
মরা চাউনির মানুষ আমাদের স্বপ্ন চুরি করে
হাটে বাজারে তারাই অপরকে ঠকিয়ে বড়লােক হয়।
লাভ লােকসানের জাতিদাঙ্গার দিনে আনন্দকে হারিয়ে ফেলাে না
যদি তুমি বৃষ্টিতেও কাদো, মনে রেখাে সেখানে তুমি পরের জন্য কঁদছাে ।
যখন স্বৈরাচারী শাসকের দলবল নগরফটকে করাঘাত শােনে
তারা অস্ত্রে শাণ দেয় ও খুনের সংখ্যা গােপন করে।
আমার লােকেরা শাশ্বত ঝর্ণার জল খুঁজে আনতে পারে
তাই অস্ত্র টুকরাে করে ফেলে দাও আর অপরের কাছ থেকে এক বালতি
জলও নিওনা।।
যদি ওরা ভাবে যে বসন্তের ফুল ছেড়া ওদেরই অধিকার
আমরা মানব না, আমরা আমাদের নগ্ন হাতগুলির ওপরেই ভরসা রাখব।
স্বপ্ন ভেঙে গেছে, জামশেদ, আছড়ে পড়েছি কঠিন মাটিতে
ফুল হয়ে ফুটো না, অন্যদের সঙ্গেই ঢাকা থেকো পাতার চাদরে।