তার সঙ্গে দেখা হােক এক পলক – উর্দু কবি জামসেদ মসরুর
তার সঙ্গে দেখা হােক এক পলক
এক পলকের দয়ালু হৃদয় সে।
এক পলকের দয়ালু হৃদয় সে।
ফুল আর পদ্ম নিয়ে এই ঋতু কোথায় যাচ্ছে?
চপল বাতাস গাছগুলাের মধ্যে দিয়ে বয়ে যায়।।
জীবনের শরতের রঙগুলাে বাতাস থেকে ঝরে পড়ে
আমার হৃদয় প্রকৃতিতে মিশে দ্রুত ফুল ঝরায়।
আমার আবাস আমার বিদায়ে অভ্যস্ত, কিন্তু এইবারে
একটা ঘূর্ণি এসে দ্রুত আমাকে নিয়ে চলে যাচ্ছে।
তার উদাসীনতা আমাকে দ্রুত মােহাচ্ছন্ন করেছে,
জামসেদ, বলােনা, আমি কেমন করে মুক্তি পেতে পারি?
Subscribe
0 Comments
Oldest