Valo Achi Valo Theko ভালো আছি ভালো থেকো – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ পূর্ব বাংলার সাহিত্য জগতের একটি উল্লেখযোগ্য নাম। তাঁর রচিত “ভালো আছি ভালো থেকো” কবিতা অথবা গানটি পাঠক ও গায়ক মহলে বিশেষ জনপ্রিয়তা রয়েছে। বিশেষজ্ঞদের মতে জানা যায় তাঁর স্ত্রী বর্তমানে বিতর্কীত লেখিকা তসলিমা নাসরিনের উদ্দেশ্যে লিখিত সুইসাইড নোটে এই কবিতাটি প্রথম পাওয়া যায়।
ভাল আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরনে মুক্তর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে।
ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।