Hay mon kobita Bani Niyogi : হায় মন – বাণী নিয়োগী
হায় মন!
অসময়ে কেন যে ব্যাকুল হোস্ ?
সবেরই ত’ রয়েছে সময় ।
নিবিড় নিঝুম রাত
নিদ্রিত বিশ্ব চরাচর ।
একা তুই জেগে বসে
কোন পলাতক প্রেমিকের
চিন্তায় বিভোর –
যে তোর বিনিদ্র চোখে
দিয়ে চুম –
এনে দিত ঘুম ?
অসময়ে কেন যে ব্যাকুল হোস্ ?
সবেরই ত’ রয়েছে সময় ।
নিবিড় নিঝুম রাত
নিদ্রিত বিশ্ব চরাচর ।
একা তুই জেগে বসে
কোন পলাতক প্রেমিকের
চিন্তায় বিভোর –
যে তোর বিনিদ্র চোখে
দিয়ে চুম –
এনে দিত ঘুম ?
Subscribe
0 Comments
Oldest