Budhuar pakhi kobita lyrics বুধুয়ার পাখি – আলোক রঞ্জন দাসগুপ্ত
জানাে এটা কার বাড়ি? শহুরে বাবুরা ছিল কাল,
ভীষণ শ্যাওলা এসে আজ তার জানালা দেয়াল
ঢেকে গেছে, যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা,
তাই কোনাে পাখিও বসে না!
এর চেয়ে আমাদের কুঁড়েঘর ঢের ভালাে, ঢের
দলে-দলে নীল পাখি নিকোনাে নরম উঠোনের
ধান খায়, ধান খেয়ে যাবে-
বুধুয়া অবাক হয়ে ভাবে।
এবার রিখিয়া ছেড়ে বাবুডির মাঠে
বুধুয়া অবাক হয়ে হাঁটে,
দেহাতি পথের নাম ভুলে
হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতাে মুখ তুলে
ভাবে : ওটা কার বাড়ি, কার অত নীল,
আমার ঘরের চেয়ে আরাে ভালাে, আরাে
নিকোনাে উঠোন তার, পাখিবসা বিরাট পাঁচিল!
ওখানে আমিও যাব, কে আমায় নিয়ে যেতে পারাে?
এইভাবে প্রতিদিন বুধুয়ার ডাকে
কানায় কানায় আলাে পথের কলসে ভরা থাকে,
ঝাঁকে-ঝাঁকে পাখি আসে, কেউ তার দিদি, কেউ মাসি,
রুপােলি ডানায় যারা নিয়ে যায় বুধুয়ার হাসি।।