Opurno kobita Alok Ranjan Dasgupta অপূর্ণ – আলোক রঞ্জন দাশগুপ্ত
দ্বিতীয় ভুবন রচনার অধিকার
দিয়েছ আমার হাতে-
এই ভেবে আমি যত খেয়াপারাপার
করেছি গভীর রাতে,
প্রতিবার তরী কান্নায় শুরু হয়
কান্নায় ডোবে জলে,
হাসিমুখে তবু কেন হে বিশ্বময়
তােমার তরণী চলে ?
তারপর তীরে ফিরে আসি নিরালায়,
মূর্খনেশায় ভাবি,
দূর থেকে তুমি আসবে অধীর পায়ে
বলবে : ‘আমার দেশে
তাের সেই খেয়া উজানে গিয়েছে ভেসে,
ফিরিয়ে আনতে যাবি?’
উত্তর দেব : সেই তরী তুমি নাও,
ছিন্ন সে-পাল তুলে,
আজ তুমি শুধু একবার পাড়ি দাও
এ নদীর কালাে চুলে ;
দেখি কোন্ ফুলে প্রফুল্ল কর তার
শােকার্ত শর্বরী,
এই পারে আমি বাসী ফুল তুলি আর
বালির পসরা করি।
Subscribe
0 Comments
Oldest