Srabon poem Alok Sarkar শ্রাবণ (কবিতা) – আলোক সরকার
ভিড়ের মধ্যে যাবাে না। তুমি যাও
আমি তােমায় দেখি।
হাজার রঙের ভিড়ে তােমার পটভূমির রঙ
অন্যমন, তুমি কোথায় হারাও ?
ভালােবাসার অন্বেষণে গিয়েছে দূর বিবিধ বাঁকা পথে।
পরিশ্রমে রাঙা ও-মুখ-
আমি তােমায় দেখি।
কিন্তু ভালােবাসার বিশাল প্রয়ােজনের দাবি
তাকে মানি। তাই তােমার দরজা খুলে দিলুম
নিজের হাতে।
অন্য ভালােবাসার আলােয় লুকিয়ে রাখি চাবি।
তােমার জন্যে। তবু কখন তীব্র যন্ত্রণা
স্বাতন্ত্রের সিংহাসনে যখন নামে অন্ধকারের শ্রবণ
স্পষ্ট হয় নিহিত বঞ্চনা।
বাসনা এক প্রবণতা। এবং হৃদয়ের
মৌল স্রোত অপর দিকে যায়।
ভালােবাসা!
কিন্তু তােমার প্রথম দিনের আলাে তােমার সুরের উন্মীলন
এখন তারা অন্ধকার গুহার তারা হীরার জ্যোৎস্নায়।
বৃষ্টি-থামা বিকেলবেলার সুদূর উচ্চারণ
হঠাৎ যদি পথের বাঁকে থামাে প্রেমিক ফাগুন দিনের হাওয়ায়
একটি স্বরও পাবে না তার।
উপলব্ধ ভালােবাসার অর্ঘ্য সে-কোন বিদেশী অনুভূত?
ফিরে আসার দিনে তুমি আমায় দেবে কী?
চরিত্র কি জলের মতাে পাত্র-নির্ভর ?
হীরার গুহার সুদুরিমা তবু তােমার পাশাপাশি
আমি তােমায় দেখি।