Kobita lyrics Kono porichitake কোনো পরিচিতাকে – শামসুর রাহমান
জানতাম একদা তোমার চোখে জারুলের বন
ফেলেছে সম্পন্ন ছায়া রাত্রির নদীর মতো শাড়ি
শরীরের চরে অন্ধকারে জাগিয়েছে অপরূপ
রৌদ্রের জোয়ার কতো। সবুজ পাতায় মেশা টিয়ে
তোমার ইচ্ছার ফল লাল ঠোঁটে বিঁধে নিয়ে দূরে
চরাচরে আত্মলোপী অলীক নির্দেশে। শ্বাশ্বত সে
বৃক্ষের গৌরবে তুমি দিয়েছো স্বামীকে দীপ্ত মাধবী,
শিশুকে সুপুষ্ট স্তন। দাম্পত্য প্রণয়ে সোহাগিনী
প্রেমিকার মতো হৃদয়ের অন্তহীন জলে, ঢেউয়ে
খর বাসনাকে ধুয়ে দান্ত সাধকের ধ্যানে তবু
গড়েছো সংসার। প্রত্যহের দীপে তুমি তুলে ধরো
আত্মার গহন নিঃসঙ্গতা, নক্সী-কাঁথা-বোনা রাতে
স্বপ্নের প্রভায় জলো। তোমার সত্তায় কী উজ্জল
নিঃশঙ্ক অপ্রতিরোধ্য ফল জ্বলে স্বর্গের সম্ভার।
এবং এখন জানি করুণ কাঠিন্য ভরা হাতে
আত্মায় নিয়েছো তুলে নগরের ফেনিল মদিরা,
আবর্তে আবর্তে মত্ত কাম, প্রাণে স্থির অন্ধ গলি।
হে বহুবল্লভা তুমি আজ কড়ায় ক্রান্তিতে শুধু
গু’ণে নাও নিষ্কাশিত যৌবনের অকুন্ঠ মজুরি।
রূপের মলম মেখে সুচতুর মোমের উরুর
মদির আগুনে জ্বেলে পুরুষের কবন্ধ বিনোদ
এখনো জানিনি আগে এত ক্লান্ত, এত ক্লান্ত তুমি।।