নীলকন্ঠ পাখির ঝরা পালকের মত – জ্যোতিরিন্দ্র মৈত্র

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
শুঁড়তোলা শামুকচলা দেখতে গিয়ে একটা পুরো
শৈশব কেটে গেছে
পদ্মপুকুরের ধার, ওধারে নদীর মতো চলন্ত পথের স্রোত ।
গ্রামের ছোট ছেলেমেয়েদের তনুশ্রী পেয়েছে,
বুনো চারাগাছ শাল পিয়াশাল
মহুয়া নয়নতারার বন ।
অথচ এ সব কথারা অন্ধকার হয়ে যাচ্ছে
পুরনো দালানটার কাঁধে হাত রেখে-রেখে ।
এখন নতুন-নতুন সব ইমারত
নতুন ভাবে ভেঙে যাবার সম্ভাবনায়
উল্লসিত ।
মানুষের শ্রম যে-আকৃতি নিয়ে
শহর হয়েছে
শেখানে অনেক বাগান আর ঐতিহাসিক সত্তায়
প্রতিষ্ঠিত অবকাশ-চৈত্যের যক্ষ-যক্ষী
প্রস্তর-স্নেহের নীড় ।
তা-ও  ভেঙে যাবে দেখো
একদিন একটা নীলকন্ঠ পাখি
ভেঙে-ভেঙে যেমন পালক হয়ে
বনে ছড়িয়ে গিয়েছিল ।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।