Vadro sondha kobita Bishnu Dey ভাদ্র সন্ধ্যা – বিষ্ণু দে

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Vadro sondha kobita by Bishnu Dey ভাদ্র সন্ধ্যা - বিষ্ণু দে
ভাদ্রের শেষের সন্ধ্যা, আশ্বিনের আসন্ন বন্দরে।
দেখি, ভাবি নির্নিমেষ।
হে পৃথিবী!

হে স্বদেশ ! তােমাদের কিছুতে যায় না ভােলা।

রূপেগুণে ভাের প্রাণ, মানবিক চোখ কান স্পন্দিত হৃদয়
ঢেউ তোলে অভিরাম, নন্দিত চৈতন্যে দোলে,
অবিশ্রাম ভাঙে পাড়, অভ্যাসে অপরাজিত,
যেন জীবনের সৌন্দর্য অমর। এবং মানুষ অলৌকিক
সৌন্দর্য যাদের অপেক্ষায় উদ্গ্রীব অপ্লুত
আকস্মিক অশ্রুস্নানে হাস্য স্মিত,

যেন সুভদ্রার তরঙ্গিত শরীরের নারীত্বের বিভা,
মুখের নিটোল, কটির ভাঙন, বক্ষের পাহাড়,
বাহুর নক্ষত্রবৃত্ত, চিরস্থায়ী পরিবর্তনের খোদাই আকাশে বদ্ধনীবি।
অথচ আমরা চিরপরিবর্তনীয়-এখন এখানে দ্রুত,
মুহর্তেই ওখানে নিঃঝুম।

ভাদ্রের আলোর স্নান, শরত আকাশে শরীরে উজাড়।
মেঘ, ঢেউ, বালিয়াড়ি, উপলমুখর সূর্যের প্রতিভা,
আলাের তরঙ্গে দোলা।

তারপরে ? ঘর, অনিদ্রা বা অন্ধকার নীলাকাশে আসমুদ্র ঘুম।।

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mehedi Hasan
Mehedi Hasan
4 years ago

অসাধারণ

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।