Ekti suvro fuler jonyo kobita : একটি শুভ্র ফুলের জন্য – জ্যোতিরিন্দ্র মৈত্র

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
পথ খুঁজে পাবে না কোথাও ।
হয়তো কোথাও কোন গ্রামের ভগ্নাংশ নিয়ে
শহরের পঞ্জর গড়েছে-
সেখানেও নেই ।
আহারবিহার সাজসজ্জা সেই তনুরক্ষা,
শহরের পর শহরের কর্কশ গণিত
যোগবিয়োগের ফলে,
অনেক , স্বপ্নেরা সব অরণ্যের সাথে
ফুল ফল পাখি নিয়ে শহিদ হয়েছে ।
এখন প্রতিটি দিন বিস্ফোরণে আসে ।
তবু পথ খুঁজতে থাকো ।
শিশু ঘুমপাড়ানিয়া কুসমি দাসীর মুখে
গল্পগুলো যুদ্ধ করে মরে ।
একটা বীরের মতো গল্প যদি বেঁচে উঠে আসে
সেই হবে বীজ ।
নূতন উত্সব নিয়ে, সে দেখাবে পথ ।
লক্ষ্মীর পায়ে-পায়ে আলপনা উঠে এসে
ভরাবে আঙিনা ।
উত্সবের ঋতু নেই ।
একানেই উত্সব নন্দনে আনন্দিত ।
মনের সংকট ভুলে, পথে-পথে জীবনকে আলিঙ্গন কোর ।
কারণ, এ জীবনই তো জীবনের আততায়ী হবে,
কোন একদিন ।
কেবল একটু খুঁজো কাঁটা স্তূপ আবর্জনা পাথরের আনাচেকানাচে
অঞ্জলির একটি শুভ্র ফুল ।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।