Bosonter hawa poem বসন্তের হাওয়া (কবিতা) – কালীকৃষ্ণ গুহ
বসন্তের হাওয়া, তােমাকে পেলাম আজ ব্রীজ পার হয়ে।
ব্রীজের মাথায় কাৱা তুচ্ছ এক নিশান তুলেছে?
ব্রীজের এপাশে দেখি পরিত্যক্ত বৃদ্ধদের জন্য এক
বাড়ি গড়ে উঠেছে খুব দ্রুত।
পৃথিবীর নাগরিক তারাও যাদের কোন বাড়ি নেই, পরিজন নেই।
তারা কেউ ক্ষীণ দৃষ্টি, কেউবা বধি, তবু
পৃথিবীর পরিচয় পেতে চায় অত্যন্ত আগ্রহে।
দু’হাত বাড়িয়ে দিয়ে ধরতে চায় কিছু-
অনুভব করে নিতে চায়।
যুদ্ধ হবে কিনা ভাবে। ভাবেঃ
যুদ্ধ হবে না কখনো, ক্রমশ শান্তির দিকে যাবে এ সভ্যতা
অন্ত্র ঘৃণা রক্ত অতিক্রম ক’রে যাবে।
ভাবেঃ দুরে ওই হাসপাতালের মাঠে দেবদূত নেমে আসে
রোজ সন্ধ্যেবেলা
মৃত্যুহীন পৃথিবীর থেকে।
বসন্তের হাওয়া, তােমাকে আমার মতােই তা গ্রহণ করেছে।