Fire ase poem Sakti Chattopardhyay ফিরে আসে – শক্তি চট্টোপাধ্যায়
কুলিক নদীর জল বাঁধা পড়ে আলস্যে মাটির
গাছের ছায়াটি গাছে ডুবে আছে দুপুর রোদ্দুরে
বৃষ্টি নেই, পাতাগুলি পুড়ে গিয়ে হয়েছে পাথর
গুলমােহর ফুল আর শুকনাে পাতা লুটোচ্ছে গাছের
গােড়ায়,
শিকড় জুড়ে আনন্দ-র পাতা করতল
পূর্ণ করে জল চায়, জল দাও, ক্লান্ত চণ্ডালিকা
জল দাও শিকড়ে আমার
জল দাও হৃদয় ভাসায়ে
শ্রাবণের বৃষ্টিতে ভাসাও
আমার শিকড় দেহখানি
কুলিক নদীর জলে বৃষ্টির পাখিরা ফিরে আসে
ফিরে আসে সবুজে আমার
ফিরে আসে জলের কিনারে
ফিরে আসে ঘাসে ও পাতায়-
কুলিক নদীর জলে বৃষ্টির পাখিরা ফিরে আসে।।
Subscribe
0 Comments
Oldest